ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

নেত্রকোণায় বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত 

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৭, ৮ আগস্ট ২০২২

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।

সোমবার সকাল ৯টায় মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় এই কর্মসূচি।

শ্রদ্ধা নিবেদন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার আকবার আলিম মুন্সি, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, স্কুল-কলেজ, ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি